স্বাগতম
পঞ্চগড় জেলা পরিচিতিঃ
জেলা পরিচিতি ও নামকরণঃ
বালাদেশের মানচিত্রে একেবারে উত্তর প্রান্ত সীমানায় অবস্থিত পাখির ঠোঁটের মত আঁকা-বাঁকা ভূ-খন্ডটি পূর্ণ-সলিলা কাঞ্চনজঙ্ঘা থেকে নেমে আসা করতোয়া মহানন্দা, তীরনই নদী বিধৌত প্রাগ-ঐতিহাসিক তার্ অরন্যানী ও বেকন্ঠপুর জঙ্গল মহলের পাদদেশে অবস্থিত দার্জিলিং এর হীমবাহে শিক্ত, প্রত্ম নিদর্শনের ঐশ্বর্যে ভরপুর-এ্ লীলাভূমি পঞ্চগড়। ঐতিহাসিকভঅবে স্বীকৃত যে, পঞ্চগড় জেলা পাঁচটি গড়ের সমন্বয়ে যথাক্রমে হোসেনগড়, মীরগড়, দেবনগড়, ভিতরগড় ও রাজেনগড় এ নিয়ে পঞ্চগড়। ১৯৮৪ সালের ০১ ফেব্রুয়ারী তারিখে পঞ্চগড় জেলা হিসাবে স্বীকৃত লাভ করে। জেলার আয়তন : ১,৪০৫ বর্গ কিলোমিটার। আবাদী জমির পরিমাণ : ১৩২৩১৬ হেক্টর, অনাবাদী জমির পরিমাণ : ১০৩৫ হেক্টর, উপজেলার সংখ্যা : ০৫ টি, পৌরসভার সংখ্যা : ০২ টি, ইউনিয়নের সংখ্যা : ৪৩টি
জেলার সীমানা: পঞ্চগড় জেলার তিনদিক দিয়ে ভারতীয় সীমান্ত পরিবেষ্টিত। উত্তরে ভরতের পশ্চিমবঙ্গের দার্জিলিং ও শিলিগুড়ি শহর, দক্ষিনে ঠাকুরগাঁও জেলা, পূর্বে ভারতের জলপাগিুড়ি ও কুচবিহার জেলা, পশ্চিমে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও পূর্নিয়া জেলা। মোট সীমান্ত এলাকা ২৭০ কি:মি:।
খাদ্য বিভাগ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
খাদ্য মন্ত্রনালয়, ঢাকা- http://mofood.gov.bd, খাদ্য অধিদপ্তর, ঢাকা-http://dgfood.gov.bd, খাদ্য বিভাগীয় পঞ্চগড় জেলার ওয়েবপোর্টাল http://food.panchagarh.gov.bd, facebook এ রংপুর খাদ্য বিভাগ -RCfood Rangpur, facebook এ পঞ্চগড় খাদ্য বিভাগ -DCfood Panchagarh,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস